Sunday, November 1, 2015

উপরের হেডলাইন দেখে বুঝেই গেছেন যে আমি আপনাদের কি বলতে চাচ্ছি...
আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।



আমি দেখাব কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই ওয়াই-ফাই হটস্পট (Wi-Fi Hotspot) চালু করে নিজের ইন্টারনেট অপরের সাথে শেয়ার করব।
আসুন শুরু করি....
প্রথমে আপনার কম্পিউটার থেকে Run এ গিয়ে(CMD) টাইপ করুন ।তারপর (CMD) ওপেন হলে “netsh wlan show driver” লিখে এন্টার চাপুন ।চেপে কিছু সময় অপেক্ষা করুন।নিচের মত লেখা খুজে বের করুন Hosted Network Supported : Yes
এ রকম লেখা দেখালে বুজবেন আপনি ওয়াই-ফাই হটস্পট চালু করতে পারবেন ।এরপর নিচে “netsh wlan set hostednetwork mode=allow ssid=Wi-FiHotspotName key=yourpassword” এই লেখাটুকু লেখবেন Wi-FiHotspotName এর জাগায় হটস্পটের নাম ও yourpassword এর জাগায় পাসওয়ার্ড দিয়ে এন্টার দিতে হবে । তৈরি হয়ে গেল আপনার ওয়াই-ফাই হটস্পট । এরপর লিখুন “netsh wlan start hostednetwork” এখন ইন্টার চাপুন । এখন Open Network and Sharing center এ যান । এরপর ইন্টারনেট কানেকশন সিলেক্ট করুন । এরপর Properties এ ক্লিক করুন এরপর Sharing টেপ এ ক্লিক করুন । এখানে “allow other network users to connect through this computer’s internet connection” টিক দিন । এখন Home network connection এ “local area connection* 09 এখানে যেকনো সংখ্যা হতে পারে” সিলেক্ট করুন । (Ok) চেপে বের হয়ে আসুন ।

দেখুন ওয়াই-ফাই হটস্পট চালু হয়ে গেছে ।




0 comments:

Post a Comment