নওগাঁর ঐতিহ্যবাহী পাহাড়পুর (সোমপুর বিহার)
বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, চীন, তিব্বত, মায়ানমার , মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন।

Thursday, March 19, 2015


আমি অাজকে অন্য Topic নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আজকে আমি গেমস্
নিয়ে একটু আলোচনা করব। আমরা সারাদিন নানা রখম কাজ কর্মের ভেতর থাকি বা সময়
অতিবাহিত করে থাকি। এতে আমাদের জীবনটা একঘেয়ামি হয়ে পড়েছে। সারাদিনের কাজ-কর্মের
পর যদি আমরা একটু আনন্দ-উল্লাস করতে পারতাম তাহলে ভালোই হতো। আমরা আনন্দ-উল্লাস
করব একটু ভিন্ন ভাবে।
আসুন শুরু করা যাক…আপনারা হয়তোবা সবাই IGI গেম এর নাম শুনেছেন বা খেলেছেন কিন্তু একটু খেলার পর বা
কয়েকটা মিশন পার হয়ে যাবার পর আর আমরা যেতে পারিনা বা যাওয়া সম্ভব হয়ে উঠে না কারণ
একটাই হয়তো গুলি শেষ হয়ে যায় বা লাইফ শেষ হয়ে যায়।তখন আমাদের মন খুব খারাপ হয়ে যায়
এই ভেবে যে গেমটা ওভার করতে পারলাম না। আসুন আমরা IGI 1 এবং IGI 2 গেম খেলি Unlimited
Health & Unlimited Ammo ব্যবহার করে!!!
এজন্য আপনাকে যা করতে হবে প্রথমে IGI 1 গেম খেলার জন্য নিচের সফওয়্যারটি ওপেন
করতে হবে এবং IGI 1 গেমটি প্লে করে কিবোর্ডের একবার [F11 & F12] বাটন
চেপে নিয়ে গেম খেলা শুরু করতে হবে ।তাহলে শত্রুপক্ষ যতই আপনাকে গুলি করুক আপনার
লাইফ কমবেনা এবং আপনি শত্রুকে যতই গুলি করুন না কেন আপনার গুলি শেষ হবেনা।এভাবে
আমরা গেম ওভার করতে পারব এবং গেমস্ এর ফুল মজা নিতে পারব।
(মাত্র কয়েক কে.বি. এর সফওয়্যারটি)
এবারে IGI 2 এর পালা। একই ভাবে নিচের সফওয়্যারটি
ওপেন করতে হবে এবং IGI 2 গেমটি প্লে করে কিবোর্ডের একবার [F1, F2, F3, F4] বাটন
চেপে নিয়ে গেম খেলা শুরু করতে হবে।এভাবে আপনি গেমস্ টি ওভার করতে পারবেন এবং গেমস্
এর ফুল মজা নিতে পারবেন।
সবাই সুস্থ থাকবেন…….
সফওয়্যারটি ডাওনলোড করতে নিচের বাটনে ক্লিক করে ৫ সেকেন্ড
অপেক্ষা করে ডানদিকে skip Ad এ ক্লিক করে সফওয়্যারটি ডাওনলোড করে নিতে পারবেন।
POST টি দিয়েছেন অপূর্ব...
Wednesday, March 18, 2015


আমি অনেক Groups এ অনেক পোষ্ট দেখেছি যে অনেকে PC এর Configuration
করে দিতে চায়। এবং তারা এ কাজের জন্য নিদিষ্ট কিছু অঙ্কের টাকা চেয়ে থাকেন । আজকে
আমি অাপনাদের দেখাব কিভাবে PC এর Configuration করে খুবই তারাতারি Internet Browse
করা যায়। তাও আবার সম্পূণ ফ্রিতে।জলদি আসুন আর আপনার PC এর Configuration করে নিন।ফুল
টিওটোরিয়াল দেখুন…..
(এটি শুধু মাত্র Mozilla Firefox এর জন্যে প্রযোজ্য)
তাহলে শুরু করা যাক!!!
প্রথমে Run এ ক্লিক করুন নিচের ছবির মত..
তারপর gpedit.msc লিখে ওকে ক্লিক করুন।
তারপরে নিচের মত photo অসবে…
এবারে Computer Configuration এ গিয়ে Administrative
Templates এ কিল্ক করুন, তারপরে Network এ কিক্ল করুন, তারপরে Qos packet
Scheduler ক্লিক করে ডানপাশ থেকে Limit reservable bandwidth এ ক্লিক করে নিচের
ছবির মত Enable করে দিয়ে bandwidth limit 0% করে দিয়ে ওকে চাপুন।
এবারে আপনার Mozilla
Firefox ওপেন করে নিচের পিকচারের মত about:config আড্রেসবারে লিখুন তারপরে I’ll be
careful, I promise! এ ক্লিক করুন..
তারপরে নিচের মত করে চেঞ্জ করুন । পথমে সার্চ বক্রে pipe লিখে
network.http.proxy.pipelining; ডাবল ক্লিক করে এ false কে true করে দিন।তারপরে network.http.pipelining.
maxrequests;10 করে দিন তারপরে network.http.pipelining.max-optimistic-requests;8
করে দিন।
আবার সার্চ বক্রে নিচের ছবির মত geo টাইপ করে geo.enabled; (true)
কে ডাবল ক্লিক করে False করে দেন।
এরপরে সার্চ বক্রে per-server লিখে নিচের ছবির মত network.http.max-persistent-connections-per-server;
ডাবল ক্লিক করে
10 করে দিন। ব্যাস আপনার কাজ শেষ।
আপনারে PC এর Configuration করা শেষ!!!
Sunday, March 15, 2015


শর্টকাট ভাইরাস এখন প্রায় সবারই কমন সমস্যা হয়ে দাড়িয়েছে।আমিও একসময়ে এ সমস্যার মধ্যে ছিলাম।হঠাৎ করে দেখা যায় যে কম্পিউটার শর্টকাট ফাইল-ফোল্ডারে ভরে গেছে। বারবার
ডিলিট করেও ডিলেট হচ্ছে না এবং অনেক ফাইল-ফোল্ডার হারিয়েও
যাচ্ছে ...ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন।
এটি কোনো ভাইরাস নয় আসলে এ হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। এটার হাত থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন।
নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে Run...এ গিয়ে CMD টাইপ করুন...
তারপরে,নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name of drive:*.*
এবার Name of drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.*
এবারে এন্টার বাটন চাপুন।
এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার ওই ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন।
আরএকটা পদ্ধতি আছে তা হল .bat ব্যবহার করে
Bat ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়।
প্রথমে নোটপ্যাড ওপেন করুন।
তারপরে নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন..
@echo off
attrib -h -s -r -a /s /d Name of drive:*.*
attrib -h -s -r -a /s /d Name of drive:*.*
attrib -h -s -r -a /s /d Name of drive:*.*
@echo complete.
এবার Name of drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।
removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।
এছাড়া নিচের কৌশলও নিতে পারেন:
প্রথমে RUN এ যান।
তারপরে wscript.exe লিখে ENTER চাপুন।
এবারে Stop script after specified number of seconds: এ --- দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে...
কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
PROCESS ট্যাবে যান।
এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
End Process এ ক্লিক করুন।
এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
এখন RUN এ যান।
wscript.exe লিখে ENTER চাপুন।
Stop script after specified number of seconds: এ --- দিয়ে APPLY করুন।
ব্যাস, আপনার কাজ শেষে এবারে আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।

এটি কোনো ভাইরাস নয় আসলে এ হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। এটার হাত থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন।
নিচের ধাপগুলো অনুসরণ করুন-

প্রথমে Run...এ গিয়ে CMD টাইপ করুন...
তারপরে,নিচের কমান্ডটি হুবহু লিখুন
attrib -h -s -r -a /s /d Name of drive:*.*
এবার Name of drive লেখাটিতে যে ড্রাইভটি আপনি শর্টকাট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.*
এবারে এন্টার বাটন চাপুন।
এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার ওই ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন।
আরএকটা পদ্ধতি আছে তা হল .bat ব্যবহার করে
Bat ফাইল হলো নোটপ্যাডে লেখা একটি একজেকিউটেবল ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়।
প্রথমে নোটপ্যাড ওপেন করুন।
তারপরে নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন..
@echo off
attrib -h -s -r -a /s /d Name of drive:*.*
attrib -h -s -r -a /s /d Name of drive:*.*
attrib -h -s -r -a /s /d Name of drive:*.*
@echo complete.
এবার Name of drive এর জায়গায় ভাইরাস আক্রান্ত ড্রাইভের নাম লিখুন। যদি তিনটির বেশি ড্রাইভ আক্রান্ত হয় তাহলে কমান্ডটি শুধু কপি-পেস্ট করলেই চলবে।
removevirus.bat এই নাম দিয়ে ফাইলটি সেভ করুন।
এবার ফাইলটি বন্ধ করে ডাবল ক্লিক করে রান করুন।
এবার দেখবেন আপনার শর্টকাট ভাইরাস ফাইল-ফোল্ডারগুলো সব স্বাভাবিক হয়ে গেছে। এখন সব ডিলিট করে দিন।
এছাড়া নিচের কৌশলও নিতে পারেন:
প্রথমে RUN এ যান।
তারপরে wscript.exe লিখে ENTER চাপুন।
এবারে Stop script after specified number of seconds: এ --- দিয়ে APPLY করুন। এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
আক্রান্ত কম্পিউটার ভাইরাসমুক্ত করতে...
কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
PROCESS ট্যাবে যান।
এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
End Process এ ক্লিক করুন।
এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
এখন RUN এ যান।
wscript.exe লিখে ENTER চাপুন।
Stop script after specified number of seconds: এ --- দিয়ে APPLY করুন।
ব্যাস, আপনার কাজ শেষে এবারে আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাসমুক্ত। এবার পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ডুকবে না।


আপনার কম্পিউটার বা USB Drive এ কি VACCINE দেওয়া আছে? না থাকলে তারা-তারি দিয়ে নিন।
আপনারা অনেকেই জানেন যে VACCINE কি এবং কি কাজে ব্যবহৃত হয়।VACCINE হচ্ছে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখার বিশেষ টিকা!
কম্পিউটারে VACCINE ঠিক একই কাজ করে।এ টিকা কম্পিউটারে দেওয়া থাকলে বিভিন্ন ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায় । বিশেষ করে “অটোরান” থেকে মুক্তি পাওয়া যায় ।
অটোরান কি এবং কি ক্ষতি করে???
আমরা অনেকেই জানি “অটোরান” কি আবার অনেকেই জানি না । যারা জানেন না তাদের জন্য বলছি...
“অটোরান ” হচ্ছে কম্পিউটারে ভাইরাস ডোকার প্রথম রাস্তা তৈরী করে রাখে যা মেমরি কার্ড বা পেন Drive এ থাকে বা অন্যের কম্পিউটার থেকে চলে আসে এবং অনেকে সাথে করে ভাইরাস Program নিয়ে আসে এবং তা কম্পিউটারে ঢুকানো মাত্র তার কার্যক্রম শুরু করে দেয়।অনেক ক্ষেত্রে আমাদের কম্পিউটারের Hard Disk Format বা Delete করে দেয়। এটা থেকে রক্ষা পাবার জন্য অনেকে কত কিছুই না করেন । অনেকে দামি-দামি এন্টিভাইরাস ব্যবহার করেন বা আরও অন্য কোন পথ অবলম্বন করে থাকেন।যাই হোক না কেন আমি আপনাদের মাঝে ছোট্ট soft দিচ্ছি যা দিয়ে আপনি অাপনার কম্পিউটার ও USB Drive কে সুরক্ষিত রাখতে পারবেন!!!
এটার নাম হচ্ছে Panda USB Vaccine...
ডাওনলোড করতে নিচে ক্লিক করুন।
আপনারা অনেকেই জানেন যে VACCINE কি এবং কি কাজে ব্যবহৃত হয়।VACCINE হচ্ছে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখার বিশেষ টিকা!
কম্পিউটারে VACCINE ঠিক একই কাজ করে।এ টিকা কম্পিউটারে দেওয়া থাকলে বিভিন্ন ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায় । বিশেষ করে “অটোরান” থেকে মুক্তি পাওয়া যায় ।
অটোরান কি এবং কি ক্ষতি করে???
আমরা অনেকেই জানি “অটোরান” কি আবার অনেকেই জানি না । যারা জানেন না তাদের জন্য বলছি...
“অটোরান ” হচ্ছে কম্পিউটারে ভাইরাস ডোকার প্রথম রাস্তা তৈরী করে রাখে যা মেমরি কার্ড বা পেন Drive এ থাকে বা অন্যের কম্পিউটার থেকে চলে আসে এবং অনেকে সাথে করে ভাইরাস Program নিয়ে আসে এবং তা কম্পিউটারে ঢুকানো মাত্র তার কার্যক্রম শুরু করে দেয়।অনেক ক্ষেত্রে আমাদের কম্পিউটারের Hard Disk Format বা Delete করে দেয়। এটা থেকে রক্ষা পাবার জন্য অনেকে কত কিছুই না করেন । অনেকে দামি-দামি এন্টিভাইরাস ব্যবহার করেন বা আরও অন্য কোন পথ অবলম্বন করে থাকেন।যাই হোক না কেন আমি আপনাদের মাঝে ছোট্ট soft দিচ্ছি যা দিয়ে আপনি অাপনার কম্পিউটার ও USB Drive কে সুরক্ষিত রাখতে পারবেন!!!
এটার নাম হচ্ছে Panda USB Vaccine...
ডাওনলোড করতে নিচে ক্লিক করুন।
Saturday, March 14, 2015


আমরা অনেকেই কম্পিউটারে বাংলা Speaking clock ব্যবহার করি । কিন্তু আমাদের অনেকেরই ইচ্ছে জাগে আমাদের স্মার্ট ফোনে সেটা যদি ব্যবহার করতে পারতাম!!! আর ইচ্ছে নয়...আসুন আমরা আমাদের ফোনে বাংলা Speaking clock ব্যবহার করি। যা আপনাকে সময় জানাবে তাও আবার বাংলাতে? ঠিক তাই আজকে আপনাদের সঙ্গে যেই অ্যাপস্ নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হয়তবা অনেকেই জানেন বা ব্যবহারও করে আসছেন...
যারা জানেন না বা ব্যবহার করতে ইচ্ছুক তারা চলে আসুন।নিচের অ্যাপস্ টা তারাতারি ডাওনলোড করে ইন্ষ্টল করে নিন।খুবই ছোট একটি অ্যাপস্....
আপনাদের সুবিধার জন্য media fire এ আপলোড করে দিলাম
অ্যাপস্ টা ডাওনলোড করতে নিচে ক্লিক করুন
যারা জানেন না বা ব্যবহার করতে ইচ্ছুক তারা চলে আসুন।নিচের অ্যাপস্ টা তারাতারি ডাওনলোড করে ইন্ষ্টল করে নিন।খুবই ছোট একটি অ্যাপস্....

অ্যাপস্ টা ডাওনলোড করতে নিচে ক্লিক করুন
Friday, March 6, 2015


আমরা অনেকে ভিসার কাজ করে অনেক টাকা ইনকাম করি ।আবার অনেকে করতে চায় এই কাজ টি।অনেকে আবার আমার কাছে ফোন দিয়ে কাজটি শিখতে চেয়েছেন।হয়তোবা অনেক সাইটে কাজটির ব্যাপারে বলা আছে তবুও আমি বেসিক কিছু বলছি..
চলুন তাহলে শুরু করা যাক । কাজ করার জন্য ২ টি সিষ্টেম আছে।একটি হচ্ছে BGD ফাইল দিয়ে আর একটি হচ্ছে TEMP ফাইল দিয়ে।
এখন আমি শেখাব কিভাবে BGD ফাইল দিয়ে ভিসার কাজ করতে হয়...পরে এক সময় TEMP ফাইল দিয়ে কাজ করা শেখাব....
চলুন তাহলে BGD ফাইলের কাজ শুরু করে দিই....
প্রথমে এখানে ক্লিক করুন।তারপর নিচের মত পেজ আসবে...
এবারে Date Select করে Confirm এ ক্লিক করুন..
চলুন তাহলে শুরু করা যাক । কাজ করার জন্য ২ টি সিষ্টেম আছে।একটি হচ্ছে BGD ফাইল দিয়ে আর একটি হচ্ছে TEMP ফাইল দিয়ে।
এখন আমি শেখাব কিভাবে BGD ফাইল দিয়ে ভিসার কাজ করতে হয়...পরে এক সময় TEMP ফাইল দিয়ে কাজ করা শেখাব....
চলুন তাহলে BGD ফাইলের কাজ শুরু করে দিই....
প্রথমে এখানে ক্লিক করুন।তারপর নিচের মত পেজ আসবে...
এখন নিচের চিহ্নিত বাটনে ক্লিক করুন....
এবার নিচের এইরকম পেজ অসবে....
এবার আপনি যেই মিশনের ক্জ করতে চান সেই মিশনের উপরে রাইট বাটন ক্লিক করুন..
আমি ঢাকা মিশনের কাজ করে দেখাচ্ছি...
এইবার আপনি 0 কে 1 করে দিবেন নিচের চিত্রের মত। করে দেবার পর কেটে দিবেন...
Note:(রাত 12 টার পর 0 হয়ে যায়)
এবারে FORM টুকু পূরন করুন চিত্রের মত করে..
তারপর নিদিষ্ট সময়ে Get Appointment এ ক্লিক করুন..
তারপর নিচের মতন পেজ আসবে...

এবার নিচের মত চিত্র আসবে
এবার ফাইল সেভ করবেন।
এবার নিচের মতন যদি PDF আসে তাহলে বুঝবেন আপনার কাজ উঠেছে !!!
আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
আরও বেশি জানতে youtube এ ভিডিও সার্চ করে দেখে নিন।সেখানে অনেক ভিডিও আছে..
আপনার এই কাজের জন্য কি কি লাগবে তা জানতে এখানে ক্লিক করে দেখে নিন।
আমার পোষ্টটি যদি কারও উপকারে অসে তাহলে আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না যেন!!!
Subscribe to:
Posts (Atom)